oprio chilam - usuf islam - bangla new kobita 2020 - premanol kobita guccho .

                            

                               " অপ্রীয়ো ছিলাম "
                               " ইউসুফ ইসলাম "


    তোমার প্রতি প্রতিপালকের শান্তি বোরসিত হোক বন্ধু
     যদিও চাহিব না আজ হতে আর কিছুই তব দ্বারে
      বলব না ভালবাসি আর তোমাকে
      জানি কাটিতে চাহিবেনা তায় অথই সময় কেঁদেই - কেঁদে
       ফিরি আসব না তায় এক বিন্দু ভালবাসার আসে
       বিদায় বন্ধু চিরো বিদায় যদিও করোনি আপন আমায়
        ফিরায়ে দিয়েছ শুধু একথাই নয় আসার ভরষা দিয়ে
       ভেঙ্গেছ হৃদয় বারবার অজাচিত আচুরিতে শুধু এব্যথাও নয়
       করেছ কতোই না নিদারুণ অবহেলা সয়েছি সবি মুখ বুজে তাও....
        তবে কি করে ভুলিব সেদিনের কথা... ,
        আজো টনটন করছে ভীষণ ব্যথায় এপজরের চিত্ত-খানা
        সেদিন তুমি ছিলেনে একা , তব বন্ধু মহল সমেত ...
        করেছিলে এতোটাই উপদ্রুব্য এতো হেয়ো
        এ যেন পুজোর ফুলকে বুকে না ধরে পাঁয়ের নিচে ফেলে পিসে নিষতেজ করা।
         যদি কোনো সমাধিতে গাছের ফুল খোসে পড়ে
         আর সেই সমাধিওয়ালা সে ফুলকে উপদ্রুব্য মনে করে
         তাহলে সেই ফুলের কি বা মূল্য থাকে....?
         তব সনে আমি প্রেম করিনি কো করতেও চাইনি
         আজো দেখিইনি তোমাকে আমি হয়তো ভালবাসতে পারিনি
         হ্যা এটাই সত্যি , মোর মোনো মন্দিরে পুঞ্জিভূত ভালবাসা
         তোমার মাঝে খুজেছি ছুটেছি কতো পথ অনাদরে
          শুধুই  নিরাশার বালুচরাচর অগ্রপ্রবঞ্চনা
          কোথাও পাইনি দেখিতে এক বিন্দু আশা ভালবাসা
          হীতে কোনোই দোষ ছিলেনা তব এযে মোর অদৃষ্টের লেখা
          তাই যাচ্ছি চলে তোমার থেকে অনেক দুরে আর আসবো না ফিরে
          শুধু একটি কথাই মনে রেখো তুমি
          যদি কেহ কিছু চাহিতেই আসে তাকে তুমি নাই-বা দাও
          কিন্তু তাকে হেয়ো অপোদস্ত করোনা যেন
         এযে কত্তো বড় বিষ-জালা তা বলার মতো নয় বন্ধু
         সুখে থেকো তুমি প্রতিপালকের শান্তি বোরসিত হোক তব প্রতি।

Post a Comment

0 Comments