" শুধু থাকবনা আমি "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
আবির রঙ্গে একেছি তোমায়
মনের মাধুরি মিসায়ে
শুধু সাদা রঙ্গে নয় এ মনের কুঠিরে।
আজো বোঝোনি তুমি
কভু বুঝবেনা জানি
বুঝবেনা মোর দুঃখ ব্যথা।
আর কি বা বলবো তোমায়
বলার মতো কিছু নেই বাকি
নেই মনে আর স্বপ্ন-আশা
ভেঙ্গে দিলে সবি রংতামাশায়
ছিন্ন করলে বাধন সেই হাতে
যে হাতে লিখে ছিলে এ মনের কথা
শুধু বুঝলেনা ভাঙ্গা মনের ব্যথা।
কি আছে করার ,
সব গাছে যেমন ফুল ফোটেনা
সব রাতেও তেমনি চাঁদ হাসে না
হয়তো আমি সেই গাছ আমি সেই রাত
আমি সেই মানুষ যে শুধুই মূল্য হীনা
যে হারালে কেউ খুজবে না।
এ গভীর রাতের দ্বার প্রান্ত ছুয়ে
একাকি সঙ্গোপনে তব তরে
পুঞ্জিভূত সবটুকু ভালবাসা দিয়ে
হয়তো আর লিখতে পারবনা
বলতেও পারবনা হয়তো আর
ভালবাসি শুধু তোমায়।
তুমিই তো না বলেই দিলে বিদায়
তারি তরে দুর বহু দুর চলে যাব
আর কেহ করবেনা তোমায়
ত্যক্তবিরক্ত সারক্ষন।
এই দিসে হারা পাগল মন
আর বলবেনা ফিরে ফিরে
তব দেখা কি পাবনা ভবোঘুরে
কথাও কি বলবেনা পিছু ফিরে ,
যদিও না পাই দেখা তোমার
আর নাইবা হয় কথা বলা
তবু বলবনা কি হলো আবার।
আজ হয়তো আছ সুখে
আগামিতে হবে আরো বেসি
আরো পাবে হয়তো অনেক বড় কিছু
শুধু পাবেনা আমাকে সেদিন।
জানি আমাকে আর পরবেনা মনে
আছ তুমি আজ অনেক সুখে
শুধু বুঝলেনা তুমি মোরে
কতো যে ভালবেসেছি তোমারে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )
কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ
নতুন নতুন গল্প / কবিতা পড়ার
জন্য আবার আসবেন
কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ
নতুন নতুন গল্প / কবিতা পড়ার
জন্য আবার আসবেন
2 Comments
সুন্দরতম কথাকলি 😍😍😍😍
ReplyDeleteধন্যবাদ
Delete