valobasar otistto kotha - usuf islam - bangla new kobita 2019 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বাংলা নিউ কবিতা - ভালবাসার অতিসত্য কথা ২০১৯ সাল ।

                " ভালবাসার অতিসত্য কথা "
                       " ইউসুফ ইসলাম "
কোনো রুপকথার গল্প নয়
               নয় তো কোনো রহস্য ময়
এযে ভালবাসার অতিসত্য কথা
              স্বপ্নে ঘেরা মনের প্রতিটি পাতা।
ভালবাসা-সুখের কথা
                 মুখের ভাষায় তা যায় না বলা
নিভৃতে নির্জনে একাকি গোপনে
                 বিসর্জনেই থাকে ভালবাসা
এযে ভালবাসার অতিসত্য কথা।
                  ভালবাসায় কভু বলে না এমন
জেনেনে তুই নিস্ব হয়ে দিলাম সবি তরে
                  ভালবাসা সদা এমনি হয়
দুঃখের মাঝেও সে সুখ খুজে পায়
                    এযে ভালবাসার অতিসত্য কথা
মুখের ভাষায় সবি যায় না বলা।
                      ভোগ-বিলাশ কভু চায় না তো সে,
নিযে ক্ষোয়ে সে-সবে সুখ বিলবে
                     এযে ভালবাসার অতিসত্য কথা
একেই বলে ভালবাসা।


                ( প্রেমানল কবিতা গুচ্ছ )
         
                  
                 
              

Post a Comment

0 Comments