" হায়রে ভালবাসা "
" ইউসুফ ইসলাম "
ভালবাসা, ব্যকুল হৃদয়ো আবেগি অনুভুতি
যা মানুষকে আক্রে ধরে সতত সততার সনে
শীয়ো মন ক্ষয়ে তাহার মন গড়ে
নিভৃতে নির্জনে একা একা বিহবনে অস্রুজ্বলে ভাসে
যেন বুক ফাটে তবু মুখ ফোটে না।
শুধুই মনোমন্দিরে তারই নাম ধরে ধরে জপে
শত ব্যথাহত বেদনাময় ক্ষত চিহ্ন লুকায়
সাদা চাদরে ডেকে মনের কুঠিরে।
যদিও কভু সে নাহি পায় বিনিময়ে কিছু
তবু তারে ভালবাসে আপলুত হয়ে
শুধু তারি পথোপানে চেয়ে চেয়ে থেকে
আশায় আশায় দিন কেটে যায়
তবুও শাধ নাহি মিটে এই না ভেবে ,
কোনো এক দিন ছিলো পুজোর ফুল
অতিসত্বর ভাষবে তায় সাগর মোহনায়
ত্রিব্য স্রোতে ঢেউয়ের আঘাত বুকে নিয়ে।
ভালো থেকো তুমি সুখে থেকো তুমি
অনন্তর এই কামনাই করবে শুধু
তারি তরে ভালবাসে সে যারে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )
0 Comments