" কিংবদন্তী "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
গাহিব আজ কিংবদন্তীর গান,
যাহার তরে হয়েছে তারা মহা গুনি জন
নিজেকে নিজে গড়েণি বড় সেজেছে ছোট
পেয়েছে তারা পরের কাছে মান ,
আত্ত বলিদানে হয়েছে মহা মহামহিয়ান ।
গাহিব আজ কিংবদন্তীর গান,
যুগে যুগে যারা হয়েছে যুগের মহাপ্রাণ
উদ্দ্যম পরিশ্রমে প্রোজ্জ্বলিত করেছে যুগ
দেখিয়েছে সম্ভাবনার নতুন এক সুস্থ সভ্যতা।
লিখব আজ তাদের কথা অন্ধহয়েও দেখে চলে যারা
সব হারা মানুষকে বুকে নেয় তুলে
স্বপ্ন দেখায় নতুন করে বাচার
দিক - দিগন্তে পথ - প্রাণ্তে মুখোরিত আলো ছড়ায় প্রদিপ বেশে।
তনদ্রাছন্ন এলিয়ে পড়া মানুষকে করেছে জাগ্রত
যুগে যুগে তারা সবে অসাধ্যকে করেছে সাধন।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
0 Comments