এমন দিনে শুধু তোসারি প্রয়োজন।
তব সে চলন-কলন-বলনে উথলা সবি
আজ কোথায় তুমি ?
তব তরে আজ বিধস্থ দিবা-রজনি।
এখনো কি আসেনি বুঝে যে দিন হতে
এলিয়ে পরে রাখলে লুকায়ে নিজেকেই নিজে
সে দিন হতে শুণ্যতায় ভরেছে ভু-তল
ভীষণ্যতার দাবাদহে করে হাহাকার।
তুমি হীনা হারায়-পৃথিবী তার রুপ ভরা যৌবন
তুমি হীনা মুছে দেয়না কেহ , চোখে এলে জ্বল
তুমি হীনা বলেনা কেহ , আমরা শক্তি আমরা বল।
তজ্জন্যে আজ শুধু তোমারি প্রয়োজন।
তব আসে ভাষে বুক মানবীও কুলে
সহসা ভাবি-পায় সুখ তব পথো পানে চেয়ে
প্রতিক্ষিত ক্ষনে ক্ষনে আক্ষি জ্বলে
কখন যেন আসবে আবার ফিরে
পুরা কেটে যাবে অমানীসা যেগে উঠবে চন্দ্র
সরে যাবে কালো মেঘ উদিত হবে নতুন সূর্য
প্রকৃতি তখন সাজবে দিগুণ গাইবে পাখিরা গান
পৃথিবী তার , ফিরে পাবে রুপ ভরা যৌবন
এখন শুধু তোমারি প্রয়োজন।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
1 Comments
Karo opekkhay bose thakle proyjon mitbena .
ReplyDeleteNij hote suru korte hobe.