" প্রার্থিত ধন "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
তুমি খুব সাধারন একটি মেয়ে
দ্বীনের রঙ্গে রাঙ্গিয়ে নিজেরে হয়েছে দামি সোনার চেয়েও বেসি
তারি তরে তব দ্বারে মূল্যহীন পার্থিব আনন্দ উচ্ছাস সবি
শুধুই কি তাই ? দ্বীনের তরে সর্বপরি ত্যাগে পিছু নাহি রও
অল্পে-তুষ্ট থাক করোনি কো জিদ কভু কিছুর লাগি
দ্বীনকে বেসেছ-ভাল জীবনের চেয়ে বেসি
সাজসজ্জা-বেস-ভূষণ তুমি করনি পছন
তবে স্বামীর তরে অন্দরে সাজিতে করোনি ভুল কভু।
বিপদে পরম বন্ধুর ন্যায় সহায়ক তুমি
তুমি মোর শতো কামনা-বাসনার প্রার্থিত ধন
তুমি যে সেই রমনী-পরমাসুন্দরী আপন হয়ে আপনা বেসে এসেছ কাছে
এমন করি না জানি কতো বার শুন্য সজ্জা মিথ্যে স্বপন হয়ে।
দাও-হে সুমতি মোদের প্রতিপালক, একটু করি কৃপা
তোমা-হতে-দুপার-লভিতে চলিয়া সরল পথে
আমার এ মোনোবাংসা পুরাএ আমি যেন তাহারেই খুজিয়া পাই।
( স্বপ্ন লেখা পদ্য কাব্যগ্রন্থ )
0 Comments