" আবার আসিল সে দিন "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
ভাবিনিত ফিরবে আবার সে দিন গুলি
শুনিতে হবে আবার,
কাজী নজরুলের খিপ্ত কন্ঠে সেই প্রতিবাদী শুর
বিদ্রোহী কোবিতার ভাষায় উন্নত মম শীর ,
বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা জালাময়ি সে ভাষন
ধানের শীসে মিসে থাকা শহীদ জীয়ার শপদ
জেগে উঠতে হবে আবার , দিতে হবে পাড়ি ধারালো তরবারি
রক্তিম সূর্যের তরে হতে হবে প্রভাত পাঞ্জেরি ,
বীর সৈনিক হতে হবে মোদের অতন্দ্র প্রহরী।
ভাবিনিত এদিন গুলি আসবে আবার ফিরি
দেখতে হবে অবলাগনের বুক ফাটা সেই আর্তোনাত
দিন মজুরের রক্তে রঞ্জিত জীর্ণ গাত্রদাহ ছিন্ন বস্র
দেখতে হবে অনাহারে ধুকেছে মানব সম্বল হীন
ফের জাগিতে হবে ক্রন্দন ভুলি,
রুখে দারাতে হবে বদ্ধ দারের শিকল ছিন্ন করি
ভীম-রন-ভূমে-রিপুনাসে পরাহত করতে হবে নির্দয় মুঠিতলে
এ দিন গুলি আবার আসিল ফিরি।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
0 Comments