" তারুণ্যের আহবান "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
কে আছিস কোথায় তোরা দুঃখিনি মায়ের তরুণেরা ?
ভিক্ষার থলে কাধে নিয়ে ঘুরি ভুখারু আমি,
দুঃখিনি মায়ের বুক ফাটা আহাজারি শুনিসনে তোরা ?
আয়না ফিরে মোরদারে তোর পদোধুলিতে ধন্য হবে এ পুরাবাসি
তোর দেখাতে মুছে যাবে মোর দুঃখ-গ্লানি-কষ্ট-কাল-রাশি।
তোর আসাতে ভুলে জাবে মন বেদনা বিধুর সৃতি
তোর পথপানে তাকিয়ে আছে মোর নির-বাক-চোখের দৃষ্টি।
তোর মাদুঃখিনি আর কত কাল ধরে থাকিবে একা একা
সইব কতো আর নরকের জালা , মন যে সইতে পারেনা আর,
আঘাতের পর আঘাতে , অঙ্গার হয়ছে কলিজা আমার
আয়না ফিরে মায়ের কোলে , বুক ভাসে মোর অস্রু জ্বলে।
0 Comments