" মুক্তির আহবান "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
ডাকবে মোরে কেহ সেই না ভেবে থমকে রইলি সবে
চলবে তবে কেমন করে ঐযে দেখ হাত বাড়িয়ে
ডাকছে তোমায় সোনা রোদে মাখা ঊষার আলো।
মুক্তিকামি দূরগম পথের যাত্রী তুমি
তুমি ভীম-রণভূমে প্রভাত পাঞ্জেরি ,
চলো চলো চলো এগিয়ে চলো সমুখোপথপানে।
লানচিত-বনচিত হবে আর কত কাল
শুনবে কতো আর আহাজারি ,
মোজলুম বলি মার খেলে তুমি,
খাজনার দায়ে অনাহারে কাটাচ্ছ দিন গুলি
ওরা ধনে মানে বড় হলো বলে করবে যা ইচ্ছা খুসি
আর বিহোবল হীন ভাবে মাথা ঝুকায়ে রইলে তুমি
বইলে শুধুই লাঞ্ছনার ঘানি দুচোখ ভরে ঝরছে পানি
আর নয় চাপা কান্না, বদ্ধ দুয়ারে বিলাসিতা
সোনা রোদে মাখা ঊষার আলো হাতছানিতে ডাকছে
রুখে দাড়াতে হবে রুদ্ধ দারের শিকল ছিরে শক্ত হাতে লাগাম ধরে
নতুন সূর্য দেখার এই তো সময়, জয় হবেই হবে নিশ্চয়।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
0 Comments