" তুমি তো একা নও "
" ইউসুফ ইসলাম"
চোখের জ্বলে বুক ভাসিয়ে লাভ কি হবে,
কি হবে ? দুঃখের সাথে সাবলুঢু খেলে।
সুখে ভরা ক্ষন হারানো সে দিন, ফিরে পবেকি তবে ?
সৃতির চাদর জড়াএ বুকে অসহ যন্ত্রনা করেছ সঙ্গী
এসো বাহিরে বেরিয়ে দুঃখ ব্যথার কুল হারিয়ে,
জীবন নিয়ে আর জুয়া খেলো না।
তুমি একা, একথা ভেবেই ভেবে কেন
চোখের জ্বলে চলেছ ভেসে ,
যাষ্ট তুমি একা নও, আমি তুমি আর বাকি সকলে
নয় যে কেহ এ নিয়োমের বাহিরে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )
0 Comments