" যায় কী ভোলা ঘৃনায় "
" ইউসুফ ইসলাম "
আকাশ মাটি আর দিনে রাতে
তেলে জ্বলে আর আলো আধার
দুরে থাকে সে বহু দুরে ,
ভাবনার আকাশে মন বাধে বাসা যে
দুর থেকে বহু দুরে দুরদু প্রান্তে
তবু অজান্তেই তারা মিসে আছে একে একে সবে।
ঘৃনার মাঝে রাখবে আর কতটা দুরে
হৃদয় থেকে হৃদয়ো গোহীনতায়
থাকব আমি ততটাই কাছে
প্রতিটি নিশ্বাসে ঘৃনার তরে
তুমি করবে মনে, শুধুই মোরে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )
0 Comments