" ভালবাসার কথা "
" ইউসুফ ইসলাম "
স্বপ্নের কলি ডোরে আস তুমি ঘুমের ঘরে
হাসাও কাদাও বার বার এসে
এ কেমন জীবন দিলে উপহার
তাতে হয়নি একটু খানি পুরা
তব হৃদয়ো প্রোয়াশ।
দেখিতে তোমায় অপুরুপ চেহারায়
বন্ধুত্তে উত্তম লাগে যে তোমায়
ফিরাইবা কেমনে মোর দৃষ্টি তব হতে
হয় তো এটা ছিল মোর জীবনের বড় ভুল
আখি জ্বলে তারি তরে দিতে হয় সে ভুলেরি মাসুল।
ভালবাসার তরে এ কেমন জীবন হলো মোর ,
কখনো জেগে, কখনো ঘুমে কখনোবা সুয়ে
তব চোখে স্বপ্ন দেখি, স্বপ্ন বুনে জড়াএ নিজেকে
কাটে না যে দিবানিশি তুমি হীনা একাকিত্তে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )
0 Comments