" প্রকৃত মানুষ "
" ইউসুফ ইসলাম "
কে বলে মানুষ তারে
আলোয় যে লুকিয়ে থাকে
আধারে ফিরে আসে,
মানুষ সে তো নয়
আদমের মতো হলোই কি মানুষ বলা যায়।
মানুষ তো তাকে বলে
ক্রোদ্ধে যে শীতল রহে
মাটির ন্যায় পরে থাকে
ইশ্বরকে সিসদাহ করে
পুষ্পের ন্যায় কমল হৃদয়
ফেরভি সওরা আইনে পাথরে হাতুর তাহার হৃদয়
দেয় যে সাড়া দ্বীনের ডাকে
আলোয় আলোয় আলোকিত
করতে চায় সারা ভুবনটাকে।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
0 Comments