" অভিমানি পাগল ছেলে "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
কোনো এক পাখি ডাকা ভোরে
এক দিন শুনবে তুমি চলে গেছে না ফেরার পথে
অভিমানি এক পাগোল ছেলে
কেউ জানবেনা সে কথা
জানবে শুধু নিরবতা আর কবিতর খাতা।
এই তো সে দিনও ছিলে কতনা আপন
আজ ফেলে দিলে পুজোর ফুলেরি মতো
একবারো ভাবলেনা থাকিব কেমনে।
জানি কভু তুমি বাসনি ভাল
খেলেছিলে খেলা পুতুল খেলারি মতো
সেটাও তো ছিল ভালো , না থাকার চেয়ে
শুধু জানলেনা তুমি আজ বিধস্ত মোর দিবারজনি
সেই থেকে আজ সাতটি বছর ধরে
জানিনা কোথায় আছ কেমন আছ
আছ তুমি কতটা দুরে
যদি না পাই তোমায় নিশ্বাষে লাভ কি
বেচে থাকা কোন কারনে।
এর চেয়ে সেই ভালো চলে যাব বহু দুরে
কিন্তু থাকব আমি অনন্তকাল তব বুকে
কি করবে তখন, ঘুরব সারাক্ষন তব চারি পাসে।
কখনো ঝরা গোলাপের মাঝে
কখনোবা আধার রাতে নিভু নিভু প্রদিপালোয়
কখনো আবার কবিতার খাতায়
দেখতে পাবে আমায় তব সৃতি ঢোরে প্রতিটি পাতায়।
( প্রেমানল কবিতা গুচ্ছ )
0 Comments