tomar kotha sudhu vabchi - usuf islam -Bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - bangla kobita.        " তোমার কথা শুধু ভাবছি "
             "  ইউসুফ ইসলাম "


মেঠো পথে নিরালায় ঘাসেরও গালিচায় একাকি বসে
                               তোমার কথা শুধু ভাবছি
দুর প্রকৃতির কুলে গোধুলি ছড়িয়ে দিয়ে
সূর্যে ডুবে যাওয়া শুধু দেখছি
আর তোমার কথা শুধু ভাবছি।
                                 জানো কি তুমি,
এ মনের মাঝে সৃতি ঘরে প্রতিটি পাতায়
লেখা আছে তব নাম আজো সে খাতায় , 
শুধুই মনে পরে যায় তব সৃতি বিজড়িত প্রতিটি ক্ষন,
                            শুধু জানলেনা এ কথা
বুঝতেও পারলেনা ভালবেসেছি কতটা তোমায়
এ কথা ভেবেই শুধু কদছি
আর তোমার কথা শুধু ভাবছি।
আজো মনে পরে যায় সেই চাঁদনি পশোর রাত,
মায়াবি আলোয় পাশা পাশি বোসে দুজনাতে
কত কথা বলা, সন্ধে বেলা এ বারি ও বারি ছোটা ছুটি করা
হাতে হাত ধরে এক সাথে পথ চলা
এ সব ভেবেই শুধু কাদছি, আর তোমার কথা শুধু ভাবছি।
            ( প্রেমানল কবিতা গুচ্ছ )
            

Post a Comment

0 Comments