যেতে যেতে পথের ধারা কভু যদি শেষ নাহি হয়
তবু চলে যাব শুধু পথ পানে চেয়ে
মানিবনা কভু হার পিছনে ফিরে
শুনবনা কভু পাছে লোকের কিছু কথা
বার্ধক্যের পিছু বাধা আৎকে-দেবে মন বলবে তারা
ঐ দেখ কত শত শব দেহ কংকালে পরিণত
পদেপদে ওথ পেতে আছে বসে মনুষ্য রুপি পশু ,
এপথ বিপদসংকুলে-আধারে ডাকা !
হঠাৎ শুনতে পাই দুর দুর-প্রান্তরে ডাক হায় দুরি হাক
ওরে ভয়-নাই তোর ভয়-নাই
সামনে আছে যামিনী শেষে ঊষার আলো
অপেক্ষায় অবিরত তোর পথোপানে চেয়ে
এগিয়ে চল্ সমুখোপানে হৃদকম্পে রক্ত জ্বেলে
দুস্যাহস উদ্দিপনায় বার্ধক্যের বাধা পেরোএ
চল্ এগিয়ে দুর্গম পথে।
আৎকে ওঠে মন ! কোনসে ভূল - বসে এলিয়ে ছিনু তখন
ওরাই তো ছিল মোর চলার পাথেও।
আর নয় বোসে দুপাঁয়ের গতি একটু বাড়িয়ে
দিতে হবে পাড়ি ভীম-কারার ঐ ভিত্তি-নারি
ঐ দেখা যায় আলোক রেখা কেটে যাবে সব অমানিশা।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
0 Comments