" ফিরে যেতে হবে তার কাছে "
" ইউসুফ ইসলাম "
কী ভাবিতেছো তুমি , রংতামাসায় কাটাইবে দিন গুলি ?
তবে জেনে রেখে আজ বলিয়াছেন তিনি
করিয়াছি সৃষ্টি তোমায় শুধুই কি এমনি ?
তবে যাও , যাও ছারিয়া আমার ছত্র ছায়া।
জানি , পারবে নাকো যেতে
ফিরিতে হইবে আমারই কাছে।
রাখিয়াছেন তিনি দরজা খোলা
ফেরার পুর্বে ফিরিলে তুমি পাইবে ক্ষমা।
স্বর্গ-নরক করিয়া সৃষ্টি আদম কে দিয়াছে বিবেগ বুদ্ধি ,
নরকের যন্ত্রনা কত যে কঠিন
বুঝিতে পাইবে মন সেই দিন
হাজারো বছরে হবে এক দিন
মাথার উপুরে থাকিবে সূর্য সেই দিন
যেয়ো না কভু আর ভুলের পথে
হও না শুকুর গুজারি তাহার কাছে।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
0 Comments