" সকল শুন্য ঘর "
" ইউসুস ইসলা "
জানি এক দিন যেতে হবে ছাড়ি মায়ার মহী
ছিন্ন হবে সবি , হবে সে বাধন।
দুপাঁ বাড়িয়ে একটু এগিয়ে জমাতে হবে পাড়ি
সকল শুন্য ঘরে
আশার মোহে মত্ত হয়ে ভুলে গেলুম তাসবে।
আমায় আমি বড় বলে যা নয় তাই করি নির্বিশেষে
ক্ষমতার দম্ভে নিয়েছি বেছে যত ভ্রষ্টাচারিত পথ
শুধু ভাবিনিতো চোখ বুজে
দুপাঁ বারিয়ে একটু এগিয়ে জমাতে হবে পাড়ি
সকল শুন্য ঘরে।
গড়তে লোক সুনাম সর্ব ক্ষেত্রে
করিয়াছি কারসাজি লোক দেখানো সর্বত্রে
হয়নি তাতে এতটুকু দিধা পরিতে কারো পায় ,
কভু যদি কেহ মোর ঘারে আত্তগ্লানি হানে
এতে এতটুকু দিধা হয় না আর
ছাড়িতে তাকে সকল শুন্য ঘরে।
শুধু ভাবিনিতো একবার, কি হবে তাতে ?
দুপাঁ বারিয়ে একটু এগিয়ে জমাতে হবে পাড়ি
আমাকেও সকল শুন্য ঘরে |
কালের গর্ভে পরে যাব চাপা
আর সে দিন থাকবেনা, কোনো নাম নিশানা
এত সাজ শোজ্যা , যে দেহে করি
রাখবেনা অক্ষত, আহার করবে মাটির পোকা
সে দেহে অবিরত , শুধু একবার ভাবিনিত চোখ বুজে
কি করেছি কি গড়েছি কি যাবে মোর সাথে
দুপাঁ বারিয়ে একটু এগিয়ে জমাতে হবে পাড়ি
এক দিন সকল শুন্য ঘরে |
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
0 Comments