" চোখের জল "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
চোখেরি জলের নেই কোনো নাম নেই কোনো ধাম
বর্ণ হীনা সে যে, তোমারি কাছে
তাহার নেই কোনো দাম।
সে যে সীমা হীন ভাবে
বয়ে চলে নদীও ধারায়
কষ্ট গুলো জমা হোয়ে হৃদয়ো
আঙ্গিনায় বাসা বাধে নিরালায়।
তুমি হীনা নেই তবু এত টুক
অবহেলা আমার এই ভাল বাসায়।
কোনো এক পাখি ডাকা ভোরে
মায়ার মহী ছেড়ে অভিমান বুকে ধরে
চলে যাব পৃথিবীর ওপারে
হয় তো সে দিন পরবে মনে
রাতের আধারে আমার খবর
রাতের আধারে আমার খবর
পুছবে, বুঝবে সে দিন বুঝবে
খুজবে শুধু সৃতির পাতা জুড়ে
হয় তো সে দিন মানবেনা বাধা
বয়ে যাবে লোনা জলের ধারা তোমার চোখে |
( প্রেমানল কবিতা গুচ্ছ )
0 Comments