" কত না আহাজারি "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
ধরা সমেত কমল-কানন করিয়া অন্যসন
স্বাচ্ছন্দ্যের বুকে চকিত অনুযোগে
বলে তারা শোন হে আদম সন্তান
মানুষের মতো মানুষ হোয়ে পামর হলে হুস হারিয়ে
আজ কেমনে তোমরা সবে ?
দুনিয়ার সকল সুগম পথের করছ লয়
করছ নষ্ট যত সুভ্র তাকে
সে তো জনমের অপব্যয়।
শুনেছিলাম পূর্বে যাহা মহামানবের কথা ,
কলি যে চার পোয়া হইয়া আসিল এখন
কি করে করব আশা প্রশান্তির হাওয়া
চারি দিকে দিয়েছ ছড়িয়ে নরকের ছায়া
শান্তির দিশারী দিচ্ছো পুরিয়া
অন্তঃপুরে রুদ্ধ করিয়া দ্বার
কাউকে আবার দিচ্ছো ছাড়ি সকল শুন্য ঘর।
শত বৃদ্ধ-শিশু অবলাগনের বুক ফাটা ঐ আর্তনাদে
সিউরে উঠে অবনীর-জীব-রাত্রি নিঝুম।
কী ভাবিতেছো তোমরা সবে
অমনি করে পর জীবনে দুঃখ ভরে
সুখাসনে কাটাইবে দিন গুলি
জেনে রেখো উঠবে আবার জেগে
কালের গর্ভে ঘুমিয়ে যারা
অতিসত্বর ধেয়ে সুধীতে আসছে তারা
প্রদোষ কাটিয়ে পরাহত করবে সবি
আছে যত ঘন-সিয়া রিপুবিনাশে
আনবে তারা প্রশান্তির ছায়া পৃথিবী-পরে।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
0 Comments