"ভালবাসা কি"
" ইউসুফ ইসলাম "
ভালবাসা মানে জীবনের প্রতি ভোরে স্বপ্ন একে যাওয়া
ভালবাসা মানে ফুলের কাছে রীণি হোয়ে থাকা
ভালবাসা মানে জ্যোছনার গান
ভালবাসা মানে রুপালিও চাঁদ
ভালবাসা মানে কবিতার একটি আহত চরণ তোমাকে পেতাম যদি
ভালবাসা মানে প্রতিটি নিঝুম রাতে সৃত্বি খুরে খুরে রাত্রি পারি দেয়া
ভালবাসা মানে দুটি হৃদয় এক হোয়ে যাওয়া
ভালবাসা মানে গভীর রাতের দ্বার প্রান্তে দারিয়ে ঘুম হীন একাকী চোখে জ্বল ফেলা
ভালবাসা মানে ধুপশিখার ন্যায় পুরিয়ে নিজেকে সুগন্ধ বিলিয়ে দেয়ার সুখ
ভালবাসা মানে বাবা-মায়ের বুকে হারানোর সুখ
জীবনকে হার মানিয়ে হাসি মুখে মরণকে বরণ করার মানে ভালবাসা |
ভালবাসা মানে ফুলের কাছে রীণি হোয়ে থাকা
ভালবাসা মানে জ্যোছনার গান
ভালবাসা মানে রুপালিও চাঁদ
ভালবাসা মানে কবিতার একটি আহত চরণ তোমাকে পেতাম যদি
ভালবাসা মানে প্রতিটি নিঝুম রাতে সৃত্বি খুরে খুরে রাত্রি পারি দেয়া
ভালবাসা মানে দুটি হৃদয় এক হোয়ে যাওয়া
ভালবাসা মানে গভীর রাতের দ্বার প্রান্তে দারিয়ে ঘুম হীন একাকী চোখে জ্বল ফেলা
ভালবাসা মানে ধুপশিখার ন্যায় পুরিয়ে নিজেকে সুগন্ধ বিলিয়ে দেয়ার সুখ
ভালবাসা মানে বাবা-মায়ের বুকে হারানোর সুখ
জীবনকে হার মানিয়ে হাসি মুখে মরণকে বরণ করার মানে ভালবাসা |
(প্রেমানল কবিতা গুচ্ছ )
0 Comments